Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তাল তরঙ্গে ভেসে যাবেন —গয়েশ্বরের হুঁশিয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৯

খুলনা: সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শান্তিপূর্ণ পন্থায় আপনারা পদত্যাগ না করলে জনগণের উত্তাল তরঙ্গে ভেসে যাবেন।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একদফা দাবি আদায়ে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফলের লক্ষে এই সভা হয়।

বিজ্ঞাপন

গয়েশ্বর বলেন, ‘শুধু বিএনপি নয়, দেশের সবগুলো গণতান্ত্রিক রাজনৈতিক জোট ঘোষণা দিয়েছে যে, বর্তমান অবৈধ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। দেশের মানুষ প্রমাণ করেছে শেখ হাসিনার পায়ের নিচের মাটি সরে গেছে। জাতিসংঘসহ পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বলেছে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই।’

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, ‘শেখ হাসিনার ক্ষমতার আয়ু আর মাত্র দেড় মাসও নেই। এরমধ্যে তাকে বিদায় নিতে হবে। কোনো ষড়যন্ত্র করেই আওয়ামী লীগ আর ক্ষমতা ধরে রাখতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো সংসদ নির্বাচন হবে না।’

সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

বিজ্ঞাপন

সভা থেকে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/এমও

উত্তাল তরঙ্গ গয়েশ্বর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর