Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতিকে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৭

ঢাকা: সুপ্রিম কোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি এবং ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য এ.এইচ.এম. হাবিবুর রহমান ভুূইয়া দেশের ২৪তম প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মজিবুর রহমান, অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসাইন এবং ঢাকা জেলা জজশিপের ভারপ্রাপ্ত বিচারক নেজারত বিভাগের মিটফুল ইসলাম, ঢাকা জেলা জজশিপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানাসহ অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা।

সারাবাংলা/জেআর/একে

ওবায়দুল হাসান প্রধান বিচারপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন শুভেচ্ছা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর