Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ক্ষমতায় যেতে আন্দোলন করছে না: গয়েশ্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৫

খুলনা: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। দেশের মানুষের ক্ষমতা, দেশের মানুষের ভোটাধিকার, দেশের মানুষের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে বিএনপি আন্দোলন করছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর র‌্যায়েল চত্ত্বর থেকে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের শতভাগ ব্যর্থতার প্রতিবাদে ও জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘সরকারের মশা মারার মুরোদ নেই তবে মানুষ মারার মুরোদ আছে। খুন গুম করার মুরোদ আছে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মুরোদ নেই। মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই সেদিকে অবৈধ সরকারের নজর নেই। তারা নিষ্ঠুরতা, দুঃশাসনের মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম করে আজীবন ক্ষমতায় থাকতে চায়। এ জন্য মানুষের বাঁচা মরার বিষয়ে তাদের মনোযোগ নেই।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দ্রব্যমুল্যের কশাঘাতে সাধারণ মানুষ প্রতিদিন নিষ্পেষিত হচ্ছে অথচ সেদিকে তাদের কোনো খেয়াল নেই। ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা দিয়েছিলেন এখন ১০ টাকায় এক কেজি ভাতের মাড়ও পাওয়া যায় না। ১৩বার সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে না। তারা জনগণের পকেট মারে। ভিক্ষুকের টাকাও চুরি করে। কোটি কোটি টাকা পাচার হলেও পাচার নিয়ে সরকার কোনো কথা বলছে না। দেশের উন্নয়ন সরকারের দায়িত্ব, দয়া নয়। পদ্ম সেতু তারা ভিটেবাড়ি বিক্রি করে তৈরি করেনি, করেছে এদেশের জনগণের টাকায় কিন্তু ভাবখানা যেন তাদের টাকায় তৈরি করেছেন। পদ্মা সেতু তৈরি করতে গিয়ে কত টাকা চুরি করেছে একদিন জনগণ তা জানতে পারবে। ব্যাংকগুলো খালি করে ফেলেছে লুটেরা সরকার কোনো ব্যাংক ব্যবসায়ীদের এলসি দিতে পারছে না।’

বিজ্ঞাপন

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ পুর্ব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স ম আ. রহমান, সাইফুর রহমান, এস এ রহমান, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, শেখ তৈয়বুর রহমানসহ অনেকে।

সারাবাংলা/একে

আন্দোলন গয়েশ্বর টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর