চট্টগ্রামে ডিম-আলুর বাজারে অভিযান
১৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ডিম ও আলুর বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় নানা অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার সারাবাংলাকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে শুক্রবার অভিযানে নামে ভোক্তা অধিদফতরের একটি টিম। এ সময় মূল্য তালিকা না থাকা ও পণ্য ক্রয়ের ভাউচার না থাকার অপরাধে মেসার্স মামুন ট্রেডার্সকে ছয় হাজার টাকা, মেসার্স রফরফ বাণিজ্যালয়কে তিন হাজার, মেসার্স কুসুমপুরা বাণিজ্যালয়কে তিন হাজার এবং হাজী আব্দুল হামিদ সওদাগরের ডিমের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে আলু ও ডিম বিক্রি না করার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।
সারাবাংলা/আইসি/একে