Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেউ যেন মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ করতে না পারে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৫

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ যেন ধূলিসাৎ করতে না পারে সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের জন্য মুক্তিযু্দ্ধের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ যেন ধ্বংস করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ১৯৭৩- থেকে ২০২৩ রেট্রোস্পেক্টিভ শীর্ষক চিত্রকর্মের বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই রেট্রোস্পেক্টিভ শীর্ষক চিত্রকর্মের প্রদর্শনী চলবে মাসব্যাপী।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘শিল্পীর তুলির আঁচর অনেক শক্তিশালী। শিল্পীর আঁকা অনেক ছবি আমার আমার কাছে গণভবনে আছে। আমি যদি গণভবনে নাও থাকি তাহলে এ সব ছবি আমি নিয়ে যাব। এ সব ছবিতে, চিত্রে পথ দেখা যায়। এসব চিত্র আমি পরিবর্তন করার কাজ করছি।’

শিল্পী শাহাবুদ্দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধের সময় তিনি ভারতের ত্রিপুরায় জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন। যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন সেই হাতেই তিনি শিল্পকর্ম করেছেন। যু্দ্ধের সময় তার কাছে কোনো রং ছিল না, কাগজ ছিল না। ক্যালেন্ডার আর পেন্সিল দিয়ে তিনি বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন। একজন শিল্পীর যখন আবেগ বিকশিত হয় তখন শিল্পীকে কোনো কিছুতে দমানো যায় না।’

বঙ্গবন্ধুর নির্মম হত্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে আমাদের নাম পরিবর্তন করে রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল। যখন আমরা রাজনৈতিক আশ্রয় নিয়েছিলাম তখন আমাদের নাম পরিবর্তন করতে হয়েছিল। তারা তখন আমাদের নিরাপত্তাও দিয়েছিল।’

বিজ্ঞাপন

জিয়াউর রহমানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার করার পরে জিয়াউর রহমান বিচার চাওয়া অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। ১৯৭৫ সালে বাবা-মাসহ পরিবারের সদস্যের হত্যার পর বিচার চাওয়া অধিকার ছিল না। তখন আমরা বিদেশে রিফিউজি হিসেবে থাকি, এইটা যে কত কষ্টের ছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর তদন্ত কমিশনকে জিয়াউর রহমান আসতে দেয়নি। তাদেরকে ভিসা দেওয়া হয়নি।’

চিত্রশিল্পী শাহাবুদ্দিনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকের চিত্র কর্ম দেখে আমি খুবই আনন্দিত। কারণ চিত্রকর্মগুলোতে প্রকৃতির, দেশের অবস্থা, মুক্তিযুদ্ধের চেতনাকে স্মার্ট জনগণের সামনে তুলা ধরা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের যুব সমাজের জন্য এই চিত্রকর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এক মাসব্যাপী এই শিল্পকর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস জানতে পারবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে থেকে বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই বাড়িতেই ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে। এই বাড়িটি জনগণের জন্য উৎসর্গ করা হয়েছে।’

‘বঙ্গবন্ধু মোরিয়াল ট্রাস্ট করে এই বাড়িটি আমরা দান করেছি। যদি আমার ছোট বোন ও আমার কোনো থাকার জায়গা ছিল না। ১৯৮১ সালে বিদেশে থেকে ফিরে আমি ফুফুর বাসায় থাকতাম। বঙ্গবন্ধু তো দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করে গেছেন তাই ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িরও আমারা জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছি।’

সরকারপ্রধান বলেন, ‘বঙ্গবন্ধুকে যেখানে হত্যা করা হয় সেখানে শিল্পী শাহাবুদ্দিনের আঁকা বঙ্গবন্ধুর ছবি রাখা হয়েছে। শিল্পীর আঁকা ছবি দিয়ে দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়া যায়, আবার মুক্তিযুদ্ধের চেতনায়ও উদ্বুদ্ধ হওয়া যায়। আমাদের জন্য মুক্তিযু্দ্ধের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চেতনায় বাংলাদেশের মানুষ জাগ্রত হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ যেন ধ্বংস করতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

সারাবাংলা/একে

প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর