Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইসেন্স ছাড়া খাবার পানি বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৯

ঢাকা: লাইসেন্স ছাড়া খাবার পানি বিক্রি, পানির জারে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার ও মোড়কজাত সনদ গ্রহণ না করার অপরাধে ইউনিক এন্টারপ্রাইজকে দেড় লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে জরিমানা করে।

বিএসটিআই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া মানচিহ্ন ব্যবহার করে ‘ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ইউনিক এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পণ্যের মোড়কজাতকরণ সনদ গ্রহণ ছাড়া একই পণ্য উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন এর নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) সিকান্দার মাহমুদ ও পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ।

সারাবাংলা/ইএইচটি/একে

ইউনিক এন্টারপ্রাইজ খাবার পানি পানি বিক্রি বিএসটিআই

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর