সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ: জি এম কাদের
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৮
রংপুর: সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রংপুর সফরে এসে নগরীর পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শ্রীলঙ্কা ও পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘শ্রীলঙ্কা ও পাকিস্তানকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলেছিলাম, তারা দেউলিয়া হয়ে গিয়েছিল। তবুও তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে আছে।’
জি এম কাদের বলেন, ‘আমিও বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমার সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে জনগণ জানতো যে কি কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। আর যখন কমা উচিত ছিল তখন কমেছে। তখন মানুষের আস্থা ছিল। এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ।’
নির্বাচন সঠিক সময় হবে কি না তা নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা আছে উল্লেখ করে বিরোধী দলের এই নেতা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সামনে তবে এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সরকার এক ধরনের নির্বাচন করতে চায়, সরকারের বিপক্ষ অন্যভাবে নির্বাচন চায়। কাজেই এখনই কোনো সিদ্ধান্তে আমরা যেতে চাই না।’
তবে নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টির অবস্থান ‘ভবিষ্যতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া’ হবে বলে জানান জি এম কাদের।
এর আগে, পল্লীনিবাসে এসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন জি এম কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সারাবাংলা/এমও