প্রথম ‘টেস্টটিউব শিশুর’ জন্ম, আনুষ্ঠানিকভাবে জানাতে চায় ঢামেক
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০২
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘টেস্টটিউব শিশু‘র জন্ম হয়েছে। সরকারি কোনো হাসপাতালে এটাই প্রথম টেস্টটিউব শিশু জন্মের ঘটনা।
ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আনুমানিক তিন সপ্তাহ আগে হাসপাতালে শিশুটির জন্ম হয়েছে এবং শিশুটি সুস্থ আছে। বর্তমানে ডিএমসি’র গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমানের তত্ত্বাবধানে আছে।
নাজমুল হক বলেন, সরকারি হাসপাতাল বলতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট টিউবে শিশুর জন্মের ঘটনায় এটাই প্রথম। সবার উপস্থিতিতে শিশুটির কথা আনুষ্ঠানিকভাবে জানানোর চিন্তা-ভাবনা আছে। একটা উপযুক্ত দিনে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে শিশুটির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ২০০১ সালে একটি বেসরকারি হাসপাতালে টেস্টটিউব শিশুর জন্ম হয় । এরপর অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের শিশুর জন্ম হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রথম টেস্ট টিউবের মাধ্যমে শিশুর জন্ম হলো।
সারাবাংলা/এসএসআর/এনইউ