Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেশি দামে আলু বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৮

সিরাজগঞ্জ: সরকারি মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় সিরাজগঞ্জে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার কাঁচা মালের বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় কৃষি বিপণন আইনের ৪৫ ধারায় তাদের জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

সহকারী পরিচালক বলেন, ‘অতিরিক্ত মূল্যে আলু বিক্রির অপরাধে জনপ্রিয় ভাণ্ডারের মালিক বকুল খন্দকার নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি না করার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’

সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করার জন্য মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। এ অভিযানে বাজার পরিদর্শক ও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/এমও

আলু জরিমানা ব্যবসায়ী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর