Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৬

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রনি (১৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ফাহিম হোসেন (২৫) নামে একজন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জজ মিয়ার ছেলে রনি। পরিবারের সাথে রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকার বাসায় ভাড়া থাকতো। শাহজাহানপুর রেলওয়ে কলোনী স্কুলের দশম শ্রণিতে পড়তো। চার ভাইয়ের মধ্যে সবার ছোট সে।

রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, রাতে তারা বেশ কয়েকজন বন্ধু ৪-৫ টি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলেন। ভোরে সেখান থেকে বাসায় ফিরছিলেন। একটি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন ফাহিম এবং চালাচ্ছিলেন রনি। পোস্তগোলা অংশ দিয়ে হানিফ ফ্লাইওভারের ওপর ওঠেন তারা। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় রনি। এতে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পায় রনি ও ফাহিম। তাৎক্ষণিক তাদেরকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আর আহত ফাহিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভোরে হানিফ ফ্লাইওভার থেকে দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে রনি নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

টপ নিউজ দুর্ঘটনা নিহত মোটরসাইকেল স্কুলছাত্র হানিফ ফ্লাইওভার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর