Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৯

ঢাকা: মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান,তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরীকে। তদন্ত কমিটিতে আর কারা আছে তা পরে জানানো হবে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে একে একে ১৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে মার্কেটের প্রায় পাঁচ শতাধিক দোকান পুড়ে গেছে এবং ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

সারাবাংলা/ইউজে/এনইউ

কৃষি মার্কেট অগ্নিকাণ্ড তদন্ত কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর