‘পুলিশ কর্মকর্তা সানজিদাকে রংপুরে বদলির খবর গুজব’
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:০১
ঢাকা: পুলিশ বাহিনীতে দুই ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশিদ ও সানজিদা আফরিন নিপা এখন টক অব দ্য কান্ট্রি। ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় এরই মধ্যে এডিসি হারুনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় এডিসি সানজিদা আফরিনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হতে পারে— বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সানজিদাকে রংপুর বদলির খবর গুজব।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিং এ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এডিসি হারুন সম্পর্কে তাৎক্ষণিকভাবে যা সিদ্ধান্ত নেওয়ার আমরা সেটি করেছি। এখন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে, তদন্ত হবে। তাৎক্ষণিকভাবে যা করা দরকার ছিল, তা করেছি। আমরা তাকে সাসপেন্ড করেছি। এখন তদন্ত শুরু হবে। তার নামে যদি মামলা হয়ে থাকে, সে মামলার পরবর্তী প্রক্রিয়াগুলো শুরু হবে।’
এ সংক্রান্ত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার জানামতে যিনি ভিকটিম, তিনি এখনও মামলা করেননি। মামলা করলে তদন্ত শুরু হবে। আর যেহেতু ঘটনা একটা ঘটেছে, এটির বিভাগীয় মামলা তো হবেই। সেখানে যা সিদ্ধান্ত হয়, সেটি হবে। সে যেই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে, এটিই মূল কথা।’
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে পেশার বাইরে পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে মানুষ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন তুলছেন, চরম সমালোচনা করছেন।
সারাবাংলা/জেআর/একে