Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন বিএনপিপন্থি ৪৮ আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৮

ঢাকা: বেআইনি সমাবেশ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপিপন্থি ৪৮ আইনজীবী আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ হাজার টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন।

এদিন তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন মিয়া, খোরশেদ আলম মিয়া প্রমুখ। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৪৮ আইনজীবীর জামিন মঞ্জুর করেন।

উল্লেখ, গত ১২ সেপ্টেম্বর ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটি ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ পদযাত্রার আয়োজন করে। বেলা ১২ টার দিকে তারা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা নিয়ে রায় সাহেব বাজার অভিমুখে যাত্রা করে। কিছু দূর যেতেই পুলিশ তাদের পথরোধ করে। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনজীবীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

এ ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন হলেন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, মো. ওমর ফারুক ফারুকী, আব্দুল খালেক মিলন, হান্নান ভূঁইয়া, খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, জহরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, দেওয়ান রিপন, হাজী মোহাম্মদ মহাসিনসহ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনইউ

আইনজীবী জামিন টপ নিউজ বিএনপিপন্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর