Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনবাগে মোটরসাইকেলচাপায় প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৯

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলের চাপায় মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় (১৩) উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই বেপারী বাড়ির মৃত আলা উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজারে খালেকের দোকানের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিলয়। এসময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তার সাইকেলকে ধাক্কা দিলে নিয়ল সড়কে ছিটকে পড়েন। এসময় আরেকটি মোটরসাইকেল তার গায়ের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় পিকআপভ্যান চালক ও মোটরসাইকেল চালক কাউকেই আটক করা যায়নি। তারা ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

কিশোর নিহত নোয়াখালী মোটরসাইকেল সেনবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর