Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আল্লাহর দয়ায় বেঁচে আছি এমন মনে হয়’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪০

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, ‘দুর্ঘটনার সময় আমাদের আল্লাহর উপর ভরসা করে থাকতে হয়। আল্লাহর দয়ায় বেঁচে আছি এমন মনে হয়। সরকারের দায়িত্ব ছিল এমন দুর্ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা করার। কিন্তু সরকার এ বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ।’

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর উপস্থিত সাংবাদিকদের বিরোধীদলীয় উপনেতা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জি এম কাদের আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে অনেক দোকান মালিক নিঃস্ব হয়ে গেছেন। অনেক কর্মচারী চাকরি হারিয়েছেন। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। ফায়ার সার্ভিস অ্যাকশন নিচ্ছেন, আগুন নিভিয়ে ফেলা হচ্ছে। কিন্তু আমাদের কথা হলো, এমন প্রাথমিক ব্যবস্থা থাকা উচিত, যাতে এই পরিস্থিত না ঘটে। আর দুর্ঘটনা হলেও অতি দ্রুত যেন তা নিয়ন্ত্রণ করা যায়। ফায়ার সার্ভিস এখানে এসে পানির ব্যবস্থা পায় না। পরে ওয়াসার ট্যাং থেকে পানি নিতে হয়। এভাবে কোনো নগর গড়ে উঠতে পারে না, এটা অপরিকল্পিত।’

আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘প্রতিনিয়তই এমন ঘটনা ঘটছে, এটাকে আর দুর্ঘটনা বলা যায় না। কিন্তু এসব দুর্ঘনা রোধে কোনো ব্যবস্থা নাই। আমরা মনে করি, আমাদের শাসন ব্যবস্থায় বড় ধরনের গলদ, আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না। ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। একইসঙ্গে সরকারের কাছে তাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি।’

এর আগে, গকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মার্কেটটিতে আগুন লাগে। ৩টা ৪৩ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৩টা ৫২ মিনিটে। আগুন নেভাতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ও বিভিন্ন বাহিনীর সদস্যদের ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ভেতরে বিভিন্ন দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আশপাশে পানির বড় কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

আরও পড়ুন:

সারাবাংলা/কেআইএফ/এনএস

গোলাম মোহাম্মদ কাদের জি এম কাদের মোহাম্মদপুর কৃষি মার্কেট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর