Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩২ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৪০

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে মধ্যরাতে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। তবে পাঁচ ঘণ্টাতেও সে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে ওই মার্কেটে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্য বলছে, বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসকে আগুন লাগার খবর দেওয়া হয়। ৩টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কৃষি মার্কেটে গিয়ে আগুন নেভাতে শুরু করে। ভোর সাড়ে ৪টার দিকে আটটি ইউনিট পাঠানো হয় সেখানে। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, ১১টি ইউনিটও আগুন নেভাতে সক্ষম না হওয়ায় ইউনিট আরও বাড়ানো হয়। সকাল সাড়ে ৬টার দিকে কৃষি মার্কেটে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হয়। কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস বলছে, আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির হিসাবও তাৎক্ষণিকভাবে করা যায়নি। আগুন লাগার খবরে ভোর থেকেই মার্কেটের ব্যবসায়ীরা সবাই হাজির হতে থাকেন। তারা বলছেন, কয়েক শ কোটি টাকার ক্ষতি হবে এই আগুনে।

সারাবাংলা/ইউজে/টিআর

কৃষি মার্কেটের আগুন টপ নিউজ মোহাম্মদপুর কৃষি মার্কেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর