মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২২ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫১
দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের দেওয়া ওষুধ কোম্পানির স্যাম্পল রাখার দায়ে তিন ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কলাবাগান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা শাখার সহকারী পরিচালক মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিরামপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে এসকে মেডিসিনকে দুই হাজার টাকা, স্বাধীন ফার্মেসি তে ১০ হাজার টাকা এবং মোহাম্মদ মেডিসিন ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকাও তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা শাখার সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, বিরামপুর শহরের কলা বাগান এলাকায় বিভিন্ন ফার্মেসিতে বিনামূল্যে বিতরণের জন্য চিকিৎসকদের দেওয়া ওষুধ (স্যাম্পল) এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তিনটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তিন ফার্মেসির মালিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সারাবাংলা/টিআর
দিনাজপুর ফার্মেসিতে অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভ্রাম্যমাণ আদালত