Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারকের সই জাল করে ভুয়া পরোয়ানা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৪

ভুয়া পরোয়ানা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিচারকের সই জাল করে ভুয়া পরোয়ানা তৈরি করে কারাবন্দি এক আসামিকে হয়রানির তথ্য পাওয়া গেছে। বিচারক ওই আসামিকে জামিনে মুক্তির পাশাপাশি জালিয়াতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞা এ আদেশ দিয়েছেন বলে জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানিয়েছেন। ভুয়া পরোয়ানায় হয়রানির শিকার আজিজুর রহমান ঢাকার সাভার উপজেলার ফিরিঙ্গিকান্দা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সারাবাংলাকে জানান, আজিজুর রহমান ভিন্ন একটি মামলায় সাভার থানায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। এর মধ্যে গত ২৮ আগস্ট তারিখে জারি হওয়া একটি অন্তর্বর্তীকালীন পরোয়ানামূলে গত ৪ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ওই পরোয়ানায় তাকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাজতে রাখার জন্য চট্টগ্রাম জেলা ও দায়রা জজের স্বাক্ষরিত আদেশ ছিল।

নির্ধারিত দিনে ১৩ সেপ্টেম্বর আজিজুর রহমানকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী ২৮ তারিখের অন্তর্বর্তীকালীন পরোয়ানাটি ভুয়া দাবি করে তদন্তের আরজি জানান। জেলা ও দায়রা জজ তাৎক্ষণিকভাবে আদালতের প্রশাসনিক কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

‘প্রশাসনিক কর্মকর্তা যাচাইবাছাই করে ২৮ তারিখের অন্তর্বর্তীকালীন পরোয়ানার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং জেলা ও দায়রা জজের স্বাক্ষর জাল উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন। বাস্তবে আজিজুর রহমানের বিরুদ্ধে কোনো মামলা কিংবা পরোয়ানা নেই, যার ভিত্তিতে তাকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। আদালত তাকে জামিনে মুক্তির আদেশ দেন।’

বিজ্ঞাপন

জেলা পিপি ইফতেখার সাইমুল আরও জানান, প্রতিবেদনের ভিত্তিতে জেলা পিপি শুনানিতে বিচারকের স্বাক্ষর জালিয়াতিসহ ভুয়া পরোয়ানা তৈরির সঙ্গে জড়িত জালিয়াত চক্রকে শনাক্ত করে গ্রেফতারের আবেদন করেন। আদালত ভুয়া পরোয়ানা তৈরির আলামত জব্দসহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন।

সারাবাংলা/আরডি/এনএস

ভুয়া পরোয়ানা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর