Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে ২ যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:১১

ঢাকা: ঢাকা ক্যান্টনমেন্টের স্টাফ রোড এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের দু’জনের বয়স আনুমানিক ২০ বছর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। ভোর সোয়া ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেলগেট থেকে একশো গজ দূরে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি।

এসআই আরও জানান, ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়। দুই যুবক ট্রেনের ছাদ নাকি ট্রেনের দরজা থেকে পড়ে গেছে তা জানা যায়নি।

দুই যুবকের পরিচয় শনাক্তে দুই যুবকের আঙ্গুলের ছাপ নিয়েছে সিআইডি ক্রাইমসিন ইউনিট। তাদের পরনে ছিল কালো হাফ হাতা গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট।

সারাবাংলা/এসএসআর/এমও

২ যুবক চলন্ত ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর