Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হলো।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৫ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে, আটজন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে, দু’জন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে এবং ছয়জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ৫৩ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল ফেরদৌস নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কর্ণফুলী উপজেলার বাসিন্দা। ওই নারী গত শনিবার (৯ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছে ‘এক্সপান্ডেন্ড শক সিনড্রোম’।

চলতি বছর চট্টগ্রামে মোট ৭ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৭৯ জন পুরুষ, ২ হাজার ৭১ জন নারী ও ১ হাজার ৯০১ জন শিশু-কিশোর। চলতি সেপ্টেম্বরের গত ১১ দিনে এক হাজার ৫৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, আগস্টে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তিন হাজার ১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন, জুনে ২৮৩ জন এবং জুলাইয়ে দুই হাজার ৩১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে পাঁচ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচ জন মারা যান।

সারাবাংলা/আইসি/পিটিএম

ডেঙ্গু নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর