Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৪

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০ বছর) এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্টেশনের পরিচ্ছন্নকর্মীরা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্টেশনের অস্থায়ী পরিচ্ছন্নকর্মী মো. সোহেল জানান, বিকেলে আমরা কয়েকজন স্টেশনে কাজ করছিলাম। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল আরও জানান, ওই ব্যক্তিকে এর আগে কয়েকদিন স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখেছিলাম। তবে এলাকার কেউ তাকে চিনতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় কয়েকজন যুবক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা জানান, ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

ট্রেন ধাক্কা নিহত বিমানবন্দর যুবক রেলস্টেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর