Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ বছর পর কুবিতে বিলুপ্ত হচ্ছে গণরুম প্রথা

কুবি করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩২

হলের গণরুমে শুয়ে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছবি: সারাবাংলা

কুবি: প্রতিষ্ঠার ১৭ বছর পর গণরুম প্রথা বিলুপ্তির উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি ) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী প্রতিটি হলে সিট বরাদ্দ দেওয়া হবে। এর ফলে শুধুমাত্র নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। বিগত বছরগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবাসিক হলগুলোর গণরুমে গাদাগাদি করে থাকত।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে সব হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আবাসিক হলের বিষয়ে ৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী প্রতিটি হলে সিট বা আসন বরাদ্দ দেওয়া হবে। শুধু নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। অন্যান্য সিদ্ধান্তগুলোর হলো— গেস্টরুম ও গণরুম অবিলম্বে বন্ধ করতে হবে, একক কক্ষ নিয়ে হলে কোনো শিক্ষার্থী বসবাস করতে পারবে না এবং যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না।

এছাড়াও হলের সৌন্দর্যবর্ধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দফতর হলগুলোতে পাঠাবেন এবং হলে কোনো সমস্যা দেখা দিলে হল প্রশাসন তা সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এমএস/এনএস

কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণরুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর