Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খুনের আসামিদের প্রধান সিন্ডিকেট হচ্ছে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৪

কুষ্টিয়া: জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেতারা যতই গণতন্ত্র-নির্বাচন নিয়ে হৈচৈ করুক না কেন তারা গণতন্ত্রের ফেরেশতা না। মানুষ পোড়ানো, জঙ্গিতাণ্ডব ও হত্যাখুনের আসামিদের প্রধান সিডিকেন্ট হচ্ছে বিএনপি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা জাসদ নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইনু বলেন,বিএনপি নেতারা প্রত্যেকেই মানুষ পোড়ানো, জঙ্গিতাণ্ডব ও হত্যাখুনের ভয়ঙ্কর সব জল্লাদ।

তিনি বলেন, বিএনপি’র প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে। এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও নিরপেক্ষতার কোনো সম্পর্ক নেই।

এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ জাসদ নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

ইনু বিএনপি সিন্ডিকেট হত্যাখুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর