ঢাকা কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪১
ঢাকা: ঢাকা কলেজের পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে রাশিদুল হাসান ইমন (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে।
মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী এসআর নিরব জানান, ঢাকা কলেজের পুকুরে ওই তরুণ গোসল করতে নেমেছিল। তখন পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থলে থাকা যুবকদের মাধ্যমে তারা খবর পেলে ওই পুকুরে নেমে শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ওই শিক্ষার্থীর বড় ভাই মাহমুদুল হাসান। তিনি জানান, ইমন মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কলেজে ভর্তির প্রক্রিয়া চলছিল। ইমন কেন ঢাকা কলেজে গেছে তা আমার জানা নেই। তার সেদিকে যাওয়ার কথাও নয়।
তিনি আরও জানান, ইমন পরিবারের সঙ্গে রামপুরা বনশ্রী এলাকায় থাকতেন। বাবার নাম মো. শহিদুল্লাহ। গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসএসআর/এনইউ