এইচএসসি পরীক্ষার প্রশ্ন পাচারের চেষ্টা, ২ কলেজ কর্মচারীর সাজা
১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:১০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:১১
রংপুর: জেলায় পীরগঞ্জ কলেজে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি করে পাচারের সময় প্রতিষ্ঠাটির দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২ বছরের সাজা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদার এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন— কলেজের ল্যাব সহকারী মো. রাসেল ও অফিস সহকারী রাকিবুল ইসলাম নাজমুল।
পীরগঞ্জ কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ ছাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার পীরগঞ্জ কলেজে জীব বিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ে পরীক্ষা চলাকালীন সময় সকাল ১১টার দিকে কলেজের ল্যাব সহকারী রাসেল জীব বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র, অফিস সহকারী রাকিবুলের সহযোগিতায় কেন্দ্র সচিবের কক্ষ থেকে কৌশলে চুরি করে নেওয়ার সময় আটক হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে দুই বছরের করে সাজা প্রদান করেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/আরএইচএস/এনএস