Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডলারের মূল্যবৃদ্ধিতে আমদানি পণ্যের দাম বেড়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৭

ঢাকা: ডলারের বিনিময় মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন কারণে আমদানি নির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্ন উত্তরে এ তথ্য জানান তিনি। অপর এক প্রশ্নের উত্তেরে সরকারের পদক্ষেপে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবারের প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হয়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডলারের বিনিময় মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন কারণে আমদানি নির্ভর পণ্যের মূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি রোধে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ২০২২-২৩ অর্থবছরে ১১ হাজার ৬৭০টি বাজার অভিযান পরিচালনা করেছে। আগস্ট ২০২৩ পর্যন্ত মোট এক হাজার ৮০৩টি বাজার অভিযানের মাধ্যমে ৪ হাজার ১৩৭টি প্রতিষ্ঠানকে দুই কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে এবং অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৪টি প্রতিষ্ঠানকে ছয় লাখ ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় হইতেও ২০২২-২৩ অর্থবছরে ঢাকা মহানগরীতে মোট ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বি খানের এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপ গ্রহণের ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হইয়াছে। সামনেও যাতে বাজারে কোনোরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বাজারে যাতে কোনোরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার মনিটরিং করছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ২০২২-২৩ অর্থবছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ১১ হাজার ৬৭০টি বাজার অভিযান পরিচালনা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরেও মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

আমদানি ডলার পণ্য মূল্যবৃদ্ধি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর