Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৮

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬২ জনে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে, ৫ জন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১৫ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ৬৪ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশু সোমবার রাতে মারা গেছে। তাকে ৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঠিকানা কুমিল্লা লেখা আছে। এছাড়া মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ হিসেবে উল্লেখ আছে প্রতিবেদনে।

চলতি বছর চট্টগ্রামে মোট ৭ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৬ হাজার ৮৯১ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি সেপ্টেম্বরের গত ১১ দিনে এক হাজার ৪৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্টে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তিন হাজার ১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন, জুনে ২৮৩ জন এবং জুলাইয়ে দুই হাজার ৩১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে পাঁচ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচজন মারা গিয়েছিলেন।

সারাবাংলা/আরডি/এনইউ

আক্রান্ত চট্টগ্রাম টপ নিউজ ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর