Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা কারাগারে সিদ্দিক মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিদ্দিক মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি আগস্টের ১২ তারিখ থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বিদ্যুৎ আইনের মামলায় হাজতে ছিলেন।

কিশোরগঞ্জের জেল সুপার মো. শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে হাজতি সিদ্দিক মিয়ার অসুস্থতা দেখা দিলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুর সনদপত্রে ডাক্তার লিখেছেন হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে।

পুলিশ সুপার জানান, বিদ্যুৎ আইনের মামলায় (বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মামলা) গত মাসের ১২ তারিখ থেকে সিদ্দিক মিয়া কারাগারে ছিলেন।

সারাবাংলা/এনইউ

কারাগার কিশোরগঞ্জ মৃত্যু হাজতি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর