Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের সময়োপযোগী পদক্ষেপে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫২

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলেই দ্রব্যমূল্য স্থিতিশীল এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। আগামীতেও যেন বাজারে কোনোরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, বাজার স্থিতিশিল রাখার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে জেলা ও উপজেলায় গঠিত টাস্কফোর্স বাজার মনিটর করছে এবং মোবাইল কোর্ট পরিচালনাসহ বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাজারকে আরও অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এমন পরিস্থিতিতে সরকার বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? নিয়ে থাকলে সেটি কী?

প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে যাতে কোনোরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার মনিটরিং করছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ২০২২-২৩ অর্থবছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ১১ হাজার ৬৭০টি বাজার অভিযান পরিচালনা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরেও মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন করতে আমদানি বাধাসমূহ দূর করা, শুল্ক হার হ্রাস করা, গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, বন্দরে দ্রুত খালাস নিশ্চিত করা, এলসি অনুযায়ী পণ্য আমদানি তদারকি করাসহ সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনে পণ্যের উপর আরোপিত আমদানি শুল্ক থেকে অব্যাহতি চাওয়া হয়ে থাকে এবং কোনো কোনো পণ্যের উপর আরোপকৃত শুল্ক হার বিশেষ করিয়া চিনি ও ভোজ্যতেলের উপর আরোপকৃত শুল্ক হার অধিকতর যৌক্তিক করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করার সময় রাস্তা-ঘাটে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ডিম ও পোল্ট্রির বাজার পর্যবেক্ষণে প্রাপ্ত সুপারিশের আলোকে ব্যবস্থা গ্রহণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। পোল্ট্রির বাজারে কোনোরকম অনিয়ম অথবা মনোপলি রয়েছে কী-না সে বিষয়ে পরীক্ষার জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ে সময়ে ভোজ্যতেল ও চিনির স্থানীয় বাজার মূল্য সমন্বয় করা হয়ে থাকে; সমগ্র বাংলাদেশে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ভোজ্যতেল, মশুর ডাল ও চাল সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হচ্ছে।

সারাাবাংলা/এ এইচ এইচ/এনইউ

ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য পদক্ষেপ সরকার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর