Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাইপ্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গোড়ানে স্ত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৬

ঢাকা: দুবাইপ্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার পর রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে স্ত্রী কানিজ ফাতেমা (২৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের দাবি, ঝগড়ার জেরেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মুগদা হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

মৃত কানিজ ফাতেমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতো সে। তার স্বামী মো. পারভেজ দুবাইপ্রবাসী।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন জানান, কানিজ ফাতেমার স্বামী মো. পারভেজ দুবাই প্রবাসী। খিলগাঁওয়ের চার তলা বাসার তিন তলায় বাবা-মায়ের সাথে থাকতো সে। সোমবার রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয় কানিজ ফাতেমার। অভিমানে একপর্যায়ে রুমের মধ্যে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। দেখতে পেয়ে স্বজনরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাতে খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে উদ্ধার করে ওই নারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

আত্মহত্যা ঝগড়া ঢাকা মেডিকেল কলেজ দুবাইপ্রবাসী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর