Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় পৌঁছেছেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫২

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় পৌঁছেছেন। তাকে বহনকারী সাঁজোয়া ট্রেনটি রাশিয়ায় পৌঁছেছে বলে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রুশ বন্দর শহর ভ্লাদিভোস্টকের উদ্দেশেই কিম জং উনের এই যাত্রা। দুই নেতার এই বৈঠকে অস্ত্র নিয়ে চুক্তি হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের।

বিজ্ঞাপন

রাশিয়ায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া জানিয়েছে, ট্রেনটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাশিয়ায় এসেছে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কিম জং উনকেকে বহনকারী ট্রেনটি রাশিয়া- উত্তর কোরিয়ার সীমান্তের তুমেন নদী পার হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার সকালে রাশিয়ায় প্রবেশ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র কিমের রাশিয়ার এই সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, পুতিন ইউক্রেন যুদ্ধের নতুন অস্ত্র সরবরাহকারী খুঁজজেন। দুই নেতার বৈঠকে অস্ত্রসংক্রান্ত চুক্তি হতে পারে বলে ধারণা তাদের।

সারাবাংলা/এমও

কিম জং উন রাশিয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর