Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবি’র বর্ষসেরা প্রতিবেদক সারাবাংলার রিয়াদুল

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৫

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) বর্ষসেরা ক্যাম্পাস প্রতিবেদক নির্বাচিত হয়েছে সারাবাংলার নোবিপ্রবি করেসপন্ডেন্ট মো. রিয়াদুল ইসলাম।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও নোয়াখালী পৌরসভার মেয়র রিয়াদুলকে বর্ষসেরা ক্যাম্পাস প্রতিবেদকের পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন

এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির আরও দুই প্রতিবেদককে পুরস্কার দেন অতিথিরা। সেরা অনুসন্ধানী ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে পুরস্কার পেয়েছেন ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমাম হোসেন ও সেরা ফিচার ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে পুরস্কার পেয়েছেন মানবকণ্ঠের মো. ফাহাদ হোসেন।

অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী কমিটির নেতারা নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর নোবিপ্রবি সাংবাদিক সমিতি আয়োজিত ফটোকন্টেস্ট-২০২৩ এর পাঁচ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, ‘অনেক চমৎকার একটি আয়োজন করেছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকরা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’

এর আগে, নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল কবীর ফারহানের সভাপতিত্বে এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা তাসমিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র মোহাম্মদ সহিদ উল্ল্যাহ খান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

বিজ্ঞাপন

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও নোয়াখালী পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

নোবিপ্রবি নোবিপ্রবিসাস সারাবাংলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর