Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমধুমে নিষিদ্ধ ‘কমান্ডো’সহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩০

বান্দরবান: পুলিশের মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ পণ‌্য ‘কমান্ডো বারবেইজ এনার্জি ড্রিংসসহ’ ২ জনকে আটক করেছে নাইক্ষ‌্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বড়ুয়া পাড়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত টমটম থেকে দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯০ পিস বিদেশি কমান্ডো বারবেইজ এনার্জি ড্রিংস জব্দ করা হয়।

নাইক্ষ‌্যংছড়ি থানার ওসির নির্দেশনায় তদন্ত কেন্দ্রের এসআই ধর্মজিত সিংহের নেতৃত্বে এই অভিযান চালায় পুলিশ।

আটকরা হল, ঘুমধুম ইউনিয়ন পরিষদের রেজু আমতলী এলাকার জাহিদ হোসেনের ছেলে নুরুল বশর প্রকাশ ও একই এলাকার আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (১৭)।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই ধর্মজিৎ সিংহ বলেন, ‘বিদেশি কমেন্ডো পাচারের সময় দুই জনকে আটক করা হয়েছে। এসময় পাচারকাজে ব‌্যবহৃত একটি মিনি টমটম জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হবে।’

সারাবাংলা/এমও

কমান্ডো ঘুমধুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর