হারুন কাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি ডিএমপির
১১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৮ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৯
ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে রাতভর নির্যাতনের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই দিনের মধ্যে কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার (ডিসি মিডিয়া) ফারুক হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেদিন থানায় নেওয়ার আগে ও পরে কি ঘটেছিল এবং নির্যাতন সংক্রান্ত সবকিছু মিলে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি তদন্ত করবে। আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে-ডিএমপির উপ কমিশনারকে (ডিসি অপারেশনস)। আর কমিটির দুইজন সদস্য হলেন, রমনা বিভাগের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার।
আরও পড়ুন-
- এডিসি হারুন শাস্তি পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ছাত্রলীগের দুই নেতাকে পিটুনি, এডিসি হারুন প্রত্যাহার
- এডিসি হারুনের বিষয়ে ডিসি রিপোর্ট করলে ব্যবস্থা: কমিশনার
- দুপুরে প্রত্যাহার, বিকেলেই এপিবিএনে পদায়ন এডিসি হারুনকে
- ‘থানায় নিয়ে ছাত্রলীগের ২ নেতাকে মারধরের ঘটনায় তদন্ত হচ্ছে’
সারাবাংলা/ইউজে/এনইউ