Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২

ঝালকাঠি: নলছিটিতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। এর আগে, রোববার বিকালে ওই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন রাতেই এ ঘটনায় ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন।

গ্রেফতার মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত চানু হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে রোববার সকালে ওই শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মাদরাসায় যায়। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে মজিবর তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়িতে এলে ঘরের পেছনের দরজা দিয়ে মজিবর পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত মজিবরের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, সোমবার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সারাবাংলা/এমও

ছাত্রীকে ধর্ষণ বৃদ্ধ গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর