বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ম্যাক্রোর শ্রদ্ধা, ঘুরে দেখলেন জাদুঘর
১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৭
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ঢাকা সফরের দ্বিতীয় দিনে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
এ সময় জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। জাদুঘরের সংরক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন ম্যাক্রো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে ম্যাক্রের এটি প্রথম সফর। তার এই সফরের মধ্য দিয়ে ‘কিছু প্রকল্প কনক্রিটাইজ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে’ বলে আশা করছে বাংলাদেশ।
এর আগে, ১৯৯০ সালের ২০-২৪ ফেব্রুয়ারি সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া মিতেরা বাংলাদেশ সফর করেছিলেন। এরপর দ্বিতীয়বারের মতো কোনো ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেন।
সারাবাংলা/এনআর/এমও