Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবার মনে করে ইঁদুরের বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৩

টাঙ্গাইল: ঘাটাইলে খাবার ভেবে ঘরে থাকা ইঁদুরের বিষ খেয়ে শিশু দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১০ সে‌প্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু শা‌লিয়াবহ গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।

প্রতিবেশি রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল রায়হান বলেন, ‘বিকেলে পারিবারিক কাজে শাহ আলমের স্ত্রী ব্যস্ত ছিলো। এসময় খাবার মনে করে ঘরে রাখা ইঁদুরের বিষ তাওহীদ ও তানজিলা খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের প্রথমে পেঁচারআটা বাজারে নি‌য়ে যায়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশু‌কে মৃত ঘোষণা করেন।’

রসুলপুর ইউনিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান কাজী মাহবুব উল হক মাছুদ বলেন, ‘ঘরে থাকা বিষ খেয়ে দুই শিশুর মৃত‌্যু হয়েছে বলে জেনে‌ছি। পু‌লিশ ঘটনাস্থলে রয়েছে। তারা তদন্ত করছে। সেখানে ইউপি সদস‌্য ও গ্রাম পু‌লিশের সদস‌্যরাও রয়েছে।’

ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুই শিশুর মৃত‌্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

ইঁদুরের বিষ ভাই-বোনের মৃত্যু

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর