Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১১

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছবি: পিএমও

ঢাকা: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১০ সেপ্টেম্বর) ৩টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে  ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি। ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নয়াদিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে পৌঁছার পর ভারতের রেলওয়ে ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোস প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এদিন ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সাড়ে ৭টা) লোক কল্যাণ মার্গের নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে দুই নেতা এক বৈঠক করেন। পরে দিন শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

সারাবাংলা/এনআর/এনএস

জি২০ সম্মেলন টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর