প্রথম শ্রেণির ডিভিশন পাচ্ছেন বিএনপি নেতা আমান
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৪
ঢাকা: জেলকোড অনুযায়ী প্রথম শ্রেণির ডিভিশন পাচ্ছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমান উল্লাহ আমান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়ার পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, উচ্চ আদালতের নির্দেশে আমান উল্লাহ আমান আত্মসমর্পণ করেন। এই আদালতের জামিন দেওয়ার সুযোগ নেই। তাকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা অ্যাপিলেট ডিভিশনে তার জামিন আবেদন করব। আমরা আশা করছি, উচ্চ আদালত থেকে তিনি ন্যায় বিচার পাবেন। তিনি মামলা থেকে খালাস পাবেন।
এদিন জেলকোড অনুযায়ী তাকে প্রথম শ্রেণির ডিভিশন, ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। আদালত কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ডিভিশন ও চিকিৎসা দেয়ার আবেদন মঞ্জুর করেন।
এদিকে অসুস্থ বিবেচনায় আমানউল্লাহ আমানকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সারাবাংলা/এআই/এনএস