জি২০’র ঘোষণায় গর্ব করার কিছু নেই: ইউক্রেন
১০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩০
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে জি২০ সম্মেলনের যৌথ ঘোষণার বক্তব্যে হতাশা হয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো এই হতাশা প্রকাশ করেন। খবর বিবিসি।
এক ফেসবুক পোস্টে ওলেগ নিকোলেনকো বলেছেন, জি২০ সম্মেলনে ‘গর্ব করার মতো কিছু হয়নি।’ তবে ‘ঘোষণাপত্রে যারা তীব্র প্রতিবাদ যুক্ত করতে চেয়েছিলেন’ তাদের ধন্যবাদ।
দিল্লিতে অনুষ্ঠিত যৌথ ঘোষণায় স্পষ্টতই রাশিয়ার নাম অনুপস্থিত। এছাড়া নিরপেক্ষ শব্দ ‘ইউক্রেনে যুদ্ধ’র পরিবর্তে বরং আরও স্পষ্ট শব্দ ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ’ ব্যবহার করা যেত।
রাশিয়ার ‘আগ্রাসন’ (বালিতে নভেম্বরে সম্মত হওয়া শেষ ঘোষণায় অন্তর্ভুক্ত) সম্পর্কে কোনো ধারাবাহিক বক্তব্য না দেখতে পাওয়াটা কিইভের জন্য কঠিন। একইসঙ্গে যুদ্ধকে কীভাবে চিহ্নিত করা যায় তা নিয়ে পশ্চিমা নেতারা বিতর্কে দক্ষিণ নেতাদের কাছে হেরে যাচ্ছেন বলে উল্লেখ করেন ইউক্রেনের মুখপাত্র।
আরও পড়ুন:
- অবশেষে যৌথ ঘোষণায় ঐকমত্যে জি২০
- বিশ্ব আস্থাহীনতায় ভুগছে: নরেন্দ্র মোদি
- জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সারাবাংলা/এনএস