Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্বনেতাদের সঙ্গে সেলফি তুলে লাভ হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৯

চট্টগ্রাম ব্যুরো: দিল্লি গিয়ে বিশ্বনেতাদের সঙ্গে সেলফি তুলে লাভ হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয় নাসিমন ভবনের মাঠে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন দুর্বলতা ঢাকতে তারা বাড়ির মালিকদের উল্টো জরিমানা করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সরকারের কিছু মন্ত্রী-এমপি সরাসরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। দেশ পরিচালনায় ব্যর্থ হতাশাগ্রস্ত আধমরা মন্ত্রীরা ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। ভোটবিহীন সরকার সবদিকে ব্যর্থ হয়ে মিথ্যার ওপর আশ্রয় করে টিকে আছে। আওয়ামীলীগ এখন দিল্লিতে গিয়ে বিশ্বনেতাদের সাথে সেলফি তুলছে। এসব ধানাই-পানাই করে কোনো লাভ হবে না, এ সরকারকে বিদায় নিতে হবেই।’

শাহাদাত আরও বলেন, ‘সরকারের একগুঁয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হতে দেবে না দেশের জনগণ। সরকার সসম্মানে পদত্যাগ না করলে বাধ্য করা হবে।’

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সাবেক দফতর সম্পাদক ইদ্রিস আলী, নগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সকিনা বেগম, সহ সভাপতি খালেদা বোরহান, মারিয়া সেলিম, ফারহানা জসিম, মাহমুদা সুলতানা ঝর্না, জুলেখা বেগম জুলি, সিনিয়র যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবু, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা।

বিজ্ঞাপন

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আরডি/এমও

বিশ্বনেতা সেলফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর