Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিগারেট নিয়ে ঝগড়ার জেরে প্রাণ গেল জেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৩

ভোলা: সিগারেট নিয়ে ঝগড়ার জেরে ছু‌রির আঘা‌তে মো. রাসেল (১৮) নামে এক জেলে নিহত হয়েছেন। নিহত রাসেল ভোলা সদর উপজেলার পূর্ব ই‌লিশা ইউ‌নিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

শ‌নিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের চডার মাথা মৎস‌্য ঘাটের প‌শ্চিম পা‌শে মেঘনা নদীর র্তীরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বেশ কয়েকজন জেলে পূর্ব ইলিশার চডার মাথা মৎস‌্য ঘাটসংলগ্ন এলাকার মেঘনা নদীর র্তীরে বসে মাছ শিকারের জাল মেরামত কর‌ছিলেন। এসময় সিগারেট লুকানোকে কেন্দ্র করে রাসেল মা‌ঝি ও রিয়াজ মা‌ঝির মধ্যে বাক-বিতণ্ডার সৃ‌ষ্টি হয়। পরে হাতাহা‌তি হলে রিয়াজ মা‌ঝি ক্ষিপ্ত হয়ে রাসেল মা‌ঝি‌র গলায় ছু‌রি দিয়ে আঘাত করে।

এসময় রাসেল মা‌ঝি গুরুতর আহত হলে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চি‌কিৎসক রাসেল মা‌ঝিকে মৃত ঘোষণা ক‌রেন।

ইলিশা পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা তথ‌্য নি‌শ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত রিয়াজ মা‌ঝি নামে একজনকে আটক করা হ‌য়ে‌ছে। পুরো বিষয়‌টির তদন্ত চলছে।

সারাবাংলা/এমও

জেলে ঝগড়া সিগারেট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর