নয়াপল্টন অভিমুখে ঢাকার ২ সিটি বিএনপির গণমিছিল
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৫
ঢাকা: সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ঢাকার ২ সিটিতে গণমিছিল করছে বিএনপি।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিল দু’টি শুরু হয়।
রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে শুরু হওয়া ঢাকা মহানগর উত্তরের গণমিছিলটি আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত আসবে।
অপরদিকে কমলাপুর থেকে শুরু হওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলটি পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত আসবে।
দুপুর আড়াইটা গণমিছিল শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা নির্দিষ্ট স্পটে আসতে থাকেন। দুপুর দুইটার মধ্যে গণমিছিলপূর্ব সমাবেশস্থল লোকজনে পরিপূর্ণ হয়ে যায়। দলের কেন্দ্রীয় নেতারা অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে থাকেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথক মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাবাংলা/এজেড/এমও