Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’


৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৭ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬

‌বিভিন্ন শ্রেণি-পেশার মানু‌ষের মা‌ঝে গা‌ছের চারা বিতরণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নাই। এছাড়া প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্ষা মৌসুমে রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকের বৃক্ষরোপণ করা উচিত।

শ‌নিবার (৯ সে‌প্টেম্বর) দুপু‌রে জেলার রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে বিনামূ‌ল্যে গা‌ছের চারা বিতরণী অনুষ্ঠা‌নে পাটমন্ত্রী এসব কথা ব‌লেন। এ সময় বি‌ভিন্ন শ্রেণি-পেশার মানু‌ষের মা‌ঝে ৫ হাজার গা‌ছের চারা বিতরণ করা হয়। উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা সামা‌জিক বন বিভাগ গা‌ছের চারা বিতরণ কর্মসূ‌চির আয়োজন ক‌রে।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘পরিবেশ রক্ষায় ও দারিদ্র্য বিমোচনে বৃক্ষরোপণ ব্যাপক সহায়ক। দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়, তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বৃক্ষরোপণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে। কারও মুখাপেক্ষী না হয়ে সবুজ বাংলাদেশ গড়তে নিজেদেরই উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও বৃক্ষরোপণের বিকল্প নেই।’

এ সময় রূপগঞ্জ উপজেলা বন কর্মকর্তা সঞ্জয় হাওলাদার, উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপ‌জেলা আওয়ামী লী‌গের কার্যকরী সদস্য হা‌বিবুর রহমান হা‌বিব, উপ‌জেলা আওয়ামী লী‌গের কার্যকরী সদস্য মোহাম্মদ ফি‌রোজ ভুঁইয়া, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারণ সম্পাদক আলমগীর হো‌সেনসহ আরও অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর