Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে অবরোধ, জনদুর্ভোগ


১৪ মে ২০১৮ ১৯:০৮ | আপডেট: ১৪ মে ২০১৮ ২২:০৬

|| ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ||

ঢাকা: সরকারি চাকিরতে কোটা প্রদ্ধতির সংস্কার করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে সোমবার (১৪ মে) রাজধানীর শাহাবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা।

চার রাস্তার সংযোগস্থল শাহবাগ মোড় অবরোধ করায় রাজধানীর প্রধান সড়কগুলোতে সৃষ্টি তীব্র যানজটের, ভোগান্তিতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী।

এ ছাড়াও জ্যামের কারণে রোগীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান মেডিকেল কলেজ  ও বারডেম হাসপাতালে আসা রোগীদের আত্মীয়-স্বজনের কাঁধে ভর দিয়ে পায়ে হেঁটে হাসপাতালে যাতায়াত করতে হয়েছে।

মেহেদী হাসান নামের এক যুবক বলেন, পুরো রাস্তায় জ্যাম লেগে আছে। আমি ঢাকা মেডিকেলে যাবো। সেখানে আমরা ভাই অসুস্থ অবস্থায় আছে কিন্তু জ্যামের কারণে বাংলা মোটর থেকে হেঁটে ঢাকা মেডিকেলে এসেছি।

চলমান আন্দোলনের ফলে ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষদেরও।

রাস্তা বন্ধ থাকায় পায়ে হেঁটে যেতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়।

এর আগে দুপুর পৌনে ১টা থেকে কোটা আন্দোলনকারীরা শাহাবাগ অবরোধ করে। শাহাবাগ মোড়ে সকল রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এখনো চলছে তাদের অবরোধ কর্মসূচি। অব্যাহত রয়েছে জনদুর্ভোগ।

সারাবাংলা/টিআর/এসও/এমআই

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর