রাতভর পিটিয়ে কিশোর হত্যা, গ্রেফতার ৫
৯ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫১ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৯
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে কিশোর আকাশকে (১৪) পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুরে এ ঘটনা ঘটলেও ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে সিরাজগঞ্জ থেকে। একই ঘটনায় র্যাব আরও তিনজনকে গ্রেফতার করেছে। ফলে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। গ্রেপ্তার দুজন হলেন জহিরুল ইসলাম বাবু ও আব্দুল বারেক বাবু।
গত বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বের হয়ে আর বাসায় ফেরেনি আকাশ। পরদিন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে আকাশের ফুপুর মোবাইল ফোনে কল করে বলা হয়, বরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে আকাশ আছে। সেখানে নিথর অবস্থায় পাওয়া যায় আকাশকে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। বাসায় নেওয়ার পর আকাশের মৃত্যু হয়।
আরও পড়ুন- রড চুরির অভিযোগে কিশোরকে রাতভর পিটিয়ে হত্যা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল সারাবাংলাকে জানান, মোহাম্মদপুর থানার টিক্কাপাড়া বরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে থাকা নিরাপত্তা কর্মী ও নির্মাণ শ্রমিকরা আকাশকে রড চোর সন্দেহে আটক করে রাতভর মারধর করে। এতে আকাশ মারা যায়। এ ঘটনায় তার ফুপুর অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় মামলা হয়।
উপকমিশনার মৃত্যুঞ্জয় বলেন, পুলিশ দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে তদন্ত শুরু করে। তদন্তের সময় নির্মাণাধীন ভবনের শ্রমিক ও নির্মাণকাজে সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ও বারেককে গ্রেফতার করা হয়। আকাশকে হত্যায় ব্যবহৃত লাঠি, লোহার রড ও ক্রিকেট খেলার স্টাম্পও উদ্ধার করা হয়েছে।
কিশোর আকাশ হত্যায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে শুক্রবার রাতে র্যাব সদর দফতরের গণমাধ্যম শাখা থেকে খুদে বার্তায় জানানো হয়েছে, কিশোর আকাশ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের তথ্য বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/ইউজে/টিআর