দিল্লি থেকে শেখ হাসিনার সঙ্গেই ঢাকায় আসতে পারেন ম্যাক্রো
৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:১১ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫৮
নয়াদিল্লি থেকে: ভারতে চলছে জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিয়েছেন জোটভুক্ত দেশের শীর্ষ নেতারা। এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোও রয়েছেন।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পৌঁছেছেন নয়াদিল্লিতে। আগামী ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্টেরও বাংলাদেশ সফরের নির্ধারিত সূচি রয়েছে।
জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে গুঞ্জন, শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে বাংলাদেশে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।
ফ্রান্স বা বাংলাদেশের পররাষ্ট্র দফতর থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই নিশ্চিত করা হয়নি। তবে দিল্লিতে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে এই আলোচনা হয়েছে, গুঞ্জন বলছে এমনটাই।
এর আগে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছার পর ভারতের রেলওয়ে ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোস প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।
সফরের সময় প্রেসিডেন্ট ম্যাক্রো ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। ফরাসী রাষ্ট্রপতির সম্মানে দুই নেতা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
https://www.youtube.com/watch?v=9B9Ak6hlzrg&t=43s
সারাবাংলা/এমও