Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় কবিরাজকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৩

নারায়ণগঞ্জ: ফতুল্লার আল আমিন শেখ নামের এক কবিরাজকে গলাকেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। সে পিরোজপুর জেলার দক্ষিণ পুকুরিয়া গ্রামের হারুনুর রশীদের ছেলে ও ধর্মগঞ্জ সাবেক তৈয়ুব আলী মেম্বারের ভাড়া বাসায় বসবাস করত।

নিহতের পরিবার জানায়, আল আমিন কবিরাজি করলেও একসময় জাহাজে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। বাবুর্চি পেশা ছেড়ে তিনি কবিরাজি শুরু করেছিলেন। জাহাজে চাকরি করার সময় হাফেজ মাস্টার নামের একজনের সাথে পরিচয় হয়। প্রায় হাফেজ মাস্টার তার বাসায় আসতো এবং রাতে থাকতো। বৃহস্পতিবার রাতেও তারা দু’জন একসঙ্গে ছিল।

পরে আল আমিন শেখের স্ত্রী সকালে দরজা খুলে তার গলাকাটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতারে জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/এমও

কবিরাজ গলাকেটে হত্যা ফতুল্লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর