নারী ফুটবলারকে উত্ত্যক্তের অভিযোগে তরুণ গ্রেফতার
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৭
জয়পুরহাট: জেলার ক্ষেতলাল উপজেলায় নারী ফুটবলারকে উত্ত্যক্ত করার অভিযোগে নাজমুল মোল্লা (২০) নামে এক তরুণকে গ্রেফতার করছে পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে ক্ষেতলাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজমুল মোল্লা ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ী গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ওই নারী ফুটবলারকে নাজমুল মোল্লা ৫-৭ দিন আগে থেকে ক্ষেতলাল কলেজে আসার পথে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করছিলেন। নিষেধ করার পরও কথা শোনেননি। গতকাল বৃহস্পতিবার সকালে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স মোড়ে আসেন ওই নারী ফুটবলার। এরপর সেখানে নাজমুল মোল্লা তাকে অশ্লীল কথাবার্তা বলেন। প্রতিবাদ করায় নাজমুল তার যৌন নিপীড়ন করতে থাকেন। এসময় চিৎকার দিলে নাজমুল পালিয়ে যান।
এ বিষয়ে ওসি আনোয়ার হোসেন বলেন, উপজেলা অনুর্ধ্ব ১৭ নারী ফুটবল দলের কোচারকে উত্ত্যক্তের ঘটনায় রাতে মামলা দায়ের হয়েছে। পুলিশ রাতেই আসামিকে ক্ষেতলাল বাজার থেকে গ্রেফতার করেছে। আজ (শুক্রবার) আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসকে/এনএস