Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝাঁজ বাড়ছে কাঁচা মরিচের, আলু-পেঁয়াজ উচ্চ মূল্যে স্থিতিশীল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৩

ঢাকা: সপ্তাহ শেষে রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে কাঁচা মরিচ, ধনিয়া পাতাসহ কয়েকটি সবজির। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও, শ্যামলী ও কল্যাণপুরের কয়েকটি কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়‌।

এদিন কাঁচা মরিচ কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়ে ১৫০-১৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। আর ধনিয়া পাতা কেজি প্রতি ৫০ টাকা দাম বেড়ে ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

আগারগাঁওয়ের বিএনপি বাজারের সবজি বিক্রেতা আপন শেখ সারাবাংলাকে বলেন, ‘গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কয়েকটি সবজির দাম বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি ২০-৩০ টাকা। আর ধনিয়া পাতা কেজি প্রতি বেড়েছে ৭০-৮০ টাকা। এ ছাড়া ঢেড়শ, বরবটিসহ কয়েকটি সবজির দাম কেজিতে ৫-১০ টাকা করে বেড়েছে। তবে অন্যান্য সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।’

একই বাজারের তরকারি বিক্রেতা আওলাদ হোসেন বলেন, ‘চলতি সপ্তাহে দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকা, রসুন (বড় সাইজের) ২৫০-২৬০ টাকা, আদা ২৬০ টাকা, গোল আলু ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

আগারগাঁওয়ের সবজি বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, ‘আজ কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে। দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতাই অল্প পরিমাণে কিনছেন। অনেকে হয়তো ভেবে থাকেন দাম বাড়লে আমাদের লাভ বেশি হয়, তবে বিষয়টি তা না। বরং দাম বাড়লে আমাদের বিক্রি কমে যায়। এতে লাভও কমে যায়।’

শ্যামলির সবজি বিক্রেতা আহাদ মিয়া বলেন, ‘আজ ধনিয়া পাতা ও কাঁচা মরিচের দাম বেড়েছে‌। শুক্রবার এলেই কেন যে দাম বাড়ে তা বুঝতে পারি না।’

বিজ্ঞাপন

কল্যাণপুরে ভ্যানে করে সবজি বিক্রি করেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজ কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে‌। দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫-১০ টাকা করে বেড়ে ১০০ টাকা হয়েছে। আলু বিক্রি করছি ৫০ টাকা কেজি দরে।’

এদিন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মাছ মাংস ও ডিমের দাম গত সপ্তাহের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল।

এদিন ইলিশ মাছ (১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের) দেড় হাজার টাকা কেজি দরে, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১০০০-১১০০ টাকা কেজি দরে। আর ৫০০ গ্রাম বা এর কাছাকাছি ওজনের ইলিশ ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

আগারগাঁওয়ের বিএনপি বাজারের মাছ বিক্রেতা মোহাম্মদ ফরহাদ বলেন, ‘আজ রুই মাছ (১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের) ৩৮০-৪০০ টাকা, একই রকম ওজনের সিলভার কার্প ও পাঙ্গাস ২২০-২৪০ টাকা, কৈ ২৮০ টাকা, তেলাপিয়া ২৬০-৭০ টাকা, পাবদা মাছ ৪৫০-৫০০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

এদিন পোল্ট্রি মুরগি কেজি প্রতি ১৮০-১৯০ টাকা, সোনালিকা ২৯০-৩০০ টাকা, পাকিস্তানি ৩০০-২১০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া মাংস ও ডিমের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস ৭৮০-৮০০ টাকা, খাসির মাংস ১০০০-১১০০ টাকা বিক্রি হচ্ছে।

বাজারে ফার্মের মুরগির ডিম ১৫০-১৫৫ টাকা ডজন, হাঁসের ডিম হালি প্রতি ৭৫ টাকা করে বিক্রি হচ্ছে।

সারাবাংলা/কেআইএফ/এমও

আলু-পেঁয়াজ উচ্চ মূল্য কাঁচা মরিচ স্থিতিশীল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর